বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

মোদির পা ছুঁয়ে সালাম করলেন আরেক প্রধানমন্ত্রী

মোদির পা ছুঁয়ে সালাম করলেন আরেক প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে সালাম করেছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরামের (এফআইপিআইসি) তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ রোববার দেশটিতে পৌঁছান মোদি। এ সময় বিরল এই সম্মান দেখানো হয় তাকে।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভিডিওতে দেখা যায়, লাল গালিচা বিছানো বিমানের সিঁড়ি দিয়ে নরেন্দ্র মোদি নিচে নেমে আসেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এ সময় মোদি তাকে বুকে জড়িয়ে নেন। একটু পরই তিনি মোদির এক পা ধরে সালাম করেন। তবে মোদি তাকে থামানোর চেষ্টা করেন। বাধা উপেক্ষা করে পা ছুঁয়ে সম্মান দেখানোর পর সোজা হতেই তাকে আবার বুকে জড়িয়ে ধরেন মোদি। এরপর সামনে দাঁড়িয়ে থাকা দেশটির অন্য ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে মোদির পরিচয় করিয়ে দেন মারাপে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে পাপুয়া নিউ গিনিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ বিষয়ে এক টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছেছি। বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী জেমস মারাপের কাছে কৃতজ্ঞ। এই বিশেষ অঙ্গভঙ্গি (পা ছুঁয়ে সালাম) আমি সর্বদা মনে রাখব। আমার এই সফরে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় রয়েছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে জেমস মারাপের এই অভ্যর্থনার পাশাপাশি ১৯ বন্দুকের স্যালুট, গার্ড অব অনার এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। ২০২১ সালে ভারত থেকে কোভিড-১৯ টিকার প্রথম বড় চালান পায় পাপুয়া নিউ গিনি। ওই চালানটি এমন সময়ে সেখানে পাঠানো হয়েছিল, যখন দেশটি তার টিকাদান কর্মসূচিতে বিলম্ব করায় স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়েছিল।

আগামীকাল সোমবার এফআইপিআইসি’র তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদি ও জেমস মারাপে। তিনি জেমস মারাপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই সঙ্গে পাপুয়া নিউ গিনির গভর্নর জেনারেল বব দাদার সঙ্গে বৈঠক করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877