শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

চ্যাম্পিয়ন বার্সেলোনার বিরুদ্ধে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয়

চ্যাম্পিয়ন বার্সেলোনার বিরুদ্ধে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয়

স্বদেশ ডেস্ক:

ক্যাম্প ন্যুতে কাল ছিল বার্সেলোনার শিরোপা জয়ের রাত। লা লিগার শিরোপা হাতে তুলে নেয়ার আগে অবশ্য রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলের হারের লজ্জা পেয়েছে কাতালান জায়ান্টরা।

মিকেল মেরিনো ও আলেক্সান্দার সোরলোথের গোলে এগিয়ে যায় সফরকারী সোসিয়েদাদ। ম্যাচের শেষ মিনিটে রবার্ট লিওয়ানদোস্কি বার্সার হয়ে সান্ত্বনার এক গোল পরিশোধ করেছেন। এই জয়ে সোসিয়েদাদ টেবিলের চতুর্থ স্থান ধরে রাখলো। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নিজেদের অবস্থানও মজবুত করেছে সোসিয়েদাদ।

এর আগে জেরার্ড মোরেনোর স্টপেজ টাইমের গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল।

কাতালান প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে গত সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচের আগে শিরোপা বিজয়ী দলকে ক্যাম্প ন্যু গার্ড অব অনার দিয়েছে। করনেলাতে বার্সেলোনার শিরোপা উদযাপন অবশ্য কিছুটা বিঘ্নিত হয়েছিল এস্পানিয়লের সমর্থকদের কারণে। কিন্তু কাল উদযাপনটা ভালই সেরে নিয়েছে জাভির শিষ্যরা।

২৭তম লিগ শিরোপা জয়ের আনন্দে বার্সা কোচ জাভি বলেছেন, ‘সব খেলোয়াড়, স্টাফদের ধন্যবাদ, তাদের জন্যই আজকের এই শিরোপা। একইসাথে এর ভাগীদার অবশ্যই সমর্থকরা। তোমাদের ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না। তোমরা সবাই অসাধারণ। তোমরা প্রতিদিন স্টেডিয়ামকে পূর্ণতা দিয়েছ।’

ইমানোল আলাগুসিলের লা রিয়াল পরাজয়ের স্বাদ দিয়ে অবশ্য বার্সেলোনার শিরোপা উদযাপনকে খাটো করতে পারেনি। ১৯৯১ সালে এই ক্যাম্প ন্যুতেই সোসিয়েদাদ প্রথম লা লিগা শিরোপা জয় করেছিল। শিরোপা জয় সত্ত্বেও পূর্ণ শক্তির দল নিয়ে কাল নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। ৫ মিনিটে জুলেস কুন্ডে বিপদজনক এলাকায় বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই সুযোগে সোরলেথের পাসে মেরিনো মার্ক-আন্দ্রে টার স্টেগানের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান। এবারের মৌসুমে ক্যাম্প ন্যুতে মাঠের খেলায় এই প্রথম গোল হজম করলেন টার স্টেগান। তবে রোনাল্ড আরাউজোর আত্মঘাতি গোলটি এ ক্ষেত্রে ব্যতিক্রম। এ মৌসুমে ২৫ ম্যাচে টার স্টেগান কোন গোল হজম করেননি। ২৬ ম্যাচের রেকর্ডের থেকে আর মাত্র এক ম্যাচ দুরে রয়েছেন এই জার্মান গোলরক্ষক। যদিও শেষ তিনটি ম্যাচে বার্সেলোনাকে সাবধানতার সাথেই খেলতে হবে।

দ্বিতীয়ার্ধে কাউন্টার এ্যাটাকা থেকে সোরলোথ ব্যবধান দ্বিগুন করেন। এনিয়ে লা লিগায় মৌসুমে ১৫ গোল হজম করলেন টার স্টেগান। এর আগে ৩৮ ম্যাচের মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড ছিল ১৮টি। ম্যাচের শেষভাগে বার্সেলোনা অধিনায়ক সার্জিও বাসকুয়েটস যখন বদলি বেঞ্চে চলে যান তখন পুরো ক্যাম্প ন্যু দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে। আসন্ন গ্রীষ্মেই তার ক্লাব ছাড়ার কথা রয়েছে। লা লিগার শীর্ষ গোলদাতা লিওয়ানদোস্কি ২২তম গোল পূরণ করেছেন ৯০ মিনিটে।

ম্যাচ শেষে জোর্ডি আলবা বলেছেন, ‘শিরোপা জয়ের পর হতে পারে আমাদের মধ্যে আগ্রহের অভাব দেখা গেছে। যদিও আজকের দিনটা ভালো কিছু মানুষের সাথে উদযাপনের দিন।’

বাসকুয়েটস শিরোপা হাতে নেয়ার পরপরই শিষ্যরা জাভিকে শূন্যে তুলে ধরেন। এরপর একটি ব্যানার ঘিরে সবাই নাচানাচি করেছে যেখানে লেখা ছিল, ‘লা লিগা আমাদের, ভবিষ্যতেও আমাদেরই থাকবে।’

বাসকুয়েটস বলেছেন, ‘এটা সবেমাত্র শুরু, এ নিয়ে কারো সন্দেহ নেই। সকল সমর্থককে ধন্যবাদ, কারণ তাদের ছাড়া এটা অসম্ভব ছিল। স্টাফদের ধন্যবাদ, যারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সহযোগিতা করেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877