রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

আরব আমিরাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা

আরব আমিরাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা

স্বদেশ ডেস্ক: চলছে ১৪৪১ হিজরি বছরের প্রথম মাস মহররম। রবিউল আউয়াল আসতে বেশিদিন বাকি নেই। আর একমাস পরেই শুরু হবে পবিত্র রবিউল আউয়াল। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ১২ রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা হয়। আবার অনেকে এ মাসজুড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত তথা জীবনী নিয়েও সভা-সেমিনার-সিম্পোজিয়াম ও র‌্যালির আয়োজন করেন।

এবার রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উদযাপন করার পাশাপাশি সরকারিভাবে অফিসিয়িাল ছুটি ঘোষণা করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ২০১৯ সালে তাদের রাষ্ট্রীয় ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটির হিসেবে সংযোজন হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য ফেডালে অথরিটি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত ফর হিউম্যান রিসোর্স’ (The Federal Authority of the United Arab Emirates for Human Resources) এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে এ ছুটির এ তালিকা প্রকাশ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877