স্বদেশ ডেস্ক:
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার বেলুচিস্তানের যারগুন শহরে এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের যারগুন শহরে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বীরত্বের সাথে প্রতিরোধ করে। উভয় পক্ষের তীব্র গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়।
আইএসপিআর আরো জানিয়েছে, সেখানে কয়লার খনি থেকে চাঁদাবাজি ঠেকাতে সম্প্রতিদ তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।
সূত্র : জিও নিউজ