মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

ময়মনসিংহে পুকুরে স্ত্রীর লাশ, গাছে স্বামীর

ময়মনসিংহে পুকুরে স্ত্রীর লাশ, গাছে স্বামীর

স্বদেশ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীর লাশ গাছে আর স্ত্রীর লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে বাড়ি পাশে পুকুরে আকলিমা খাতুনের (৩৫) ভাসমান লাশ আর পুকুরের পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় তার স্বামী কৃষক ঈমান আলীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের ঈমান আলী প্রতিদিনের মতোই নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা বাড়ীর পাশের পুকুর পাড়ের একটি গাছে কৃষক ঈমান আলীর ঝুলন্ত লাশ দেখতে পান। একই সময়ে বাড়ির পাশের পুকুরে ঈমান আলীর স্ত্রী আকলিমা খাতুনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা।

পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এটি পারিবারিক কলহের জেরে হত্যা-আত্মহত্যা কিনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান জীবন মল্লিক বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কহল লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে ঈমান আলী তার স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তাদের ঘরে তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এদিকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার হওয়ার পর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেরই ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই গাছে ঝুলে আত্মহত্যা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877