সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৪ বছর পর ‘ভুলভুলাইয়া’র ছবিতে অক্ষয় কুমার ‘কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে র‌্যাব’ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাজশাহীর দুই জেলায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ, ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা
এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত

এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত

স্বদেশ ডেস্ক:

এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত। অবিলম্বে এ নোট ব্যবহার বন্ধ করতে দেশটির ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে  রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ ছাড়া ২ হাজার রুপির নোট থাকলে, জনসাধারণকে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আরবিআই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তখন ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। ৭ বছরের মাথায় এবার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত সরকার।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর জোগান যথেষ্ট পরিমাণে থাকায় ২০১৮-১৯ সালে ২ হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ভারতে যে পরিমাণ ২ হাজার রুপির নোট রয়েছে, তার ৮৯ শতাংশই ছাড়া হয়েছে ২০১৭ সালের মার্চ মাসের আগে। দেশটির বাজারে কমছে ২ হাজার রুপির লেনদেন। ২ হাজার টাকার নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে বলে দাবি করছে আরবিআই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877