শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে : শিক্ষামন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

স্বদেশ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষাখাতে মোট বাজেটের ৬ ভাগ দেয়ার তাগিদ রয়েছে।

তিনি বলেন, শিক্ষায় যদি কারিকুলাম ঠিক না থাকে, তাহলে শুধু বাজেট বৃদ্ধি করে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ এবং পাঠদান আগের থেকে দক্ষ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য কারিকুলাম তৈরি করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ