রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের অব্যাহত উন্নয়নে সকল রাজনৈতিক দলের অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের অব্যাহত উন্নয়নে সকল রাজনৈতিক দলের অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

স্বদেশ ডেস্ক:

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, দেশের অব্যাহত উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলকে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

গণতন্ত্র ও উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, ‘সমস্যা থাকতে পারে তবে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব।’

আসন্ন সাধারণ নির্বাচন গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে গত ১৪ বছরে দেশে যে তুলনামূলক উন্নয়ন হয়েছে তা বিশ্লেষণ করে আগামী নির্বাচনে তাদের পছন্দ নির্ধারণ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের জন্য একটি জাতীয় নির্বাচন করা আবশ্যক। আর কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনেক ত্যাগ স্বীকার করে আমরা একটি সংবিধান পেয়েছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বহুবার এই সংবিধান পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানি ধাঁচের সংবিধান প্রবর্তনের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এলে সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হয়।’
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877