শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা

কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মুহুর্মুহু হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ভোর থেকে একটি ব্যতিক্রমী তীব্র এ হামলা শুরু করে রাশিয়া।

মঙ্গলবার লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের কর্মকর্তারা বলেছেন, এই মধ্য দিয়ে ইউক্রেনের রাজধানী এই মাসে অষ্টমবারের মতো বিমান হামলার শিকার হয়েছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক মন্তব্যে বলেছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে রাশিয়া।

ওই পোস্টে আরো বলা হয়, কিয়েভের আকাশসীমায় শত্রুর লক্ষ্যবস্তুর অধিকাংশই শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে গত শুক্রবার মস্কোর তরফে জানানো হয়, ইউক্রেনের হামলার মাত্রা আচমকা বেড়ে যাওয়ায় বাখমুতের উত্তরে পিছু হঠতে বাধ্য হয়েছে তারা। তবে রাশিয়াও সব পরিস্থিতির জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দেয়া হয়।

মস্কোর দাবি, বাখমুতকে হস্তগত করা গেলে কিভের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝাঁঝরা করে দেয়া যাবে। ডনবাসের শিল্পতালুকের দিকেও রুশ বাহিনীর অগ্রগতি হবে। অন্য দিকে, কিভের বক্তব্য, বাখমুতে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। তাদের হামলায় রীতিমতো চাপে রাশিয়ার সেরা ইউনিট।
সূত্র : রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877