বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম ‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা হাসিনার গুলির নির্দেশ: ফাঁস হওয়া অডিও যাচাইয়ের পদ্ধতি প্রকাশ করল বিবিসি লোহিত সাগরে হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আজ বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা, সংখ্যা ১ কোটি ১৩ লাখ মিথ্যা তথ্যের জালে নতুন প্রজন্ম! ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তুরস্কে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২৮ মে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩

স্বদেশ ডেস্ক:

আগামী ২৮ মে এরদোগান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ মে) তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান নির্বাচন কমিশন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোগান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, সেটি পাননি। অন্য কোনো প্রার্থীও ৫০ ভাগের বেশি ভোট পায়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু।

তবে বিশ্লেষকদের ধারণা, এরদোগান এ রাউন্ডে ফেভারিট থাকবেন এবং তার বিজয়ের সম্ভাবনাও খুব বেশি।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ