স্বদেশ ডেস্ক:
কক্সবাজারে পৃথক স্থানে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত দুই যুবকের মধ্যে বাহারছড়া এলাকার রিফাত (২৫) নামে একজনের পরিচয় জানা গেলেও অপরজনকে শনাক্ত করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে হয়তো গোলাগুলিতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান এ কর্মকর্তা।