বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজ দেশের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। সিনেমায় তাকে দেখা গেছে বৈচিত্র্যময় চরিত্রে। তবে দর্শক হয়তো কখনোই ফুটবলার চরিত্রে শ্রাবন্তীকে দেখেননি। এবার বাস্তব জীবনে মাঠে নেমেছেন এই অভিনেত্রী, করেছেন একটি গোলও।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। ভিডিওতে দেখা যায়, শাড়ি পড়ে মাঠে নেমেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তীকে ঘিরে আছে দুটি দলের খেলোয়াড়রা। এক সময় শাড়ি পরেই ফুটবলে শট দেন, আর বলটি চলে যায় জালের ভেতরে।
ভিডিওতে আরও দেখা যায়, গোল করে বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী। এ সময় তাকে হাসতে দেখা যায়। তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দু’দলের খেলোয়াড়রা।
জানা গেছে, সম্প্রতি কলকাতায় একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার আমন্ত্রণ পান শ্রাবন্তী। সেখানে তিনি গোল দিয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। আর তার গোলের এ ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কলকতার জনপ্রিয় এই অভিনেত্রী।