বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহ ওয়ানডে বিশ্বকাপে থাকবেন, আশা পাপনের

মাহমুদউল্লাহ ওয়ানডে বিশ্বকাপে থাকবেন, আশা পাপনের

স্বদেশ ডেস্ক:

ধীরে ধীরে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন। টি-টোয়েন্টিতে তাকে আর বিবেচনা করা হচ্ছে না। এবার ওয়ানডে দলেও সুযোগ পাচ্ছেন না তিনি। ফলে গুঞ্জন উঠেছে, বাংলাদেশ ক্রিকেটে কী মাহমুদউল্লাহর অধ্যায় শেষ।

সবশেষ চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এবপর ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না টাইগার স্কোয়াডে। এবার চলমান ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও দলে তাকে নেওয়া হয়নি।

মাহমুদউল্লাহর জায়গায় এই দুই সিরিজে ব্যাটিং করছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি ফিনিশারের ভূমিকায় ধারাবাহিকভাবে রানও করছেন। এত কিছুর পরও অবশ্য এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ থাকবেন, এমন আশা বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

বিসিবি সভাপতি বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ উপলক্ষে চেমসফোর্ডে আছেন। সেখানেই সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নাজমুল হাসান গতকাল বলেছেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবে।’

তিনি জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন সমন্বয়ে খেলার জন্যই মাহমুদউল্লাহকে দলে রাখা হয়নি। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেনের উদাহরণ দিয়ে বলেছেন, ‘হৃদয় (তৌহিদ)-শান্তকে (নাজমুল) কিছুদিন বিশ্রাম দিয়ে অন্য কাউকে খেলানোটা সহজ। কিন্তু রিয়াদকে (মাহমুদউল্লাহ) স্কোয়াডে রেখে খেলাচ্ছেন না…। এটাই সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে। এ বিষয়গুলো চিন্তা করেই (তাকে স্কোয়াড় থেকে বাদ দেওয়া হয়েছে)।’

পাপন আরও জানান, চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি একই কারণে, ‘কোচ নতুন এসেছেন, না দেখে তো কাউকে নেবেন না। তাসকিনকে দেখেছেন, মোস্তাফিজকে দেখেছেন, শরীফুলকে দেখা হয়নি। হাসান মাহমুদকে দেখেছেন, ইবাদতকে চেনেন, এখন শরীফুলকে একটু চিনে নিচ্ছেন। মোস্তাফিজকে তো দেখার কিছু নেই। সে তো আছেই, থাকবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হয়তো সামনের ম্যাচেই খেলতে পারে।’

এদিকে বিশ্বকাপের দল নিয়ে এই পরীক্ষা–নিরীক্ষার শেষ হবে আগামী মাসের আফগানিস্তান সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল।

এ প্রসঙ্গে নাজমুল হাসান জানিয়েছেন, ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের দলটিই হবে বিশ্বকাপের দল, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে। এশিয়া কাপে যে দলটা হবে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877