শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে দুজন নিহত

চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে দুজন নিহত

স্বদেশ ডেস্ক:

চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) ও  আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সঙ্গে থাকা রাহাত (১৬) নামের এক কিশোর।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ঘুরতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় টিকটক বানানোর জন্য চলন্ত মোটরসাইকেলে মোবাইল ফোন দিয়ে ভিডিওধারণ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার উল্টোদিকে চলে যায়। এভাবে গাছতলা বাদামতলা নামকস্থানে গেলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত স্কুটারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘নিহত দুজনের শরীরে অনেক আঘাত ও জখমের চিহ্ন পেয়েছি। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘শুনেছি যে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এখনো সেখানে যাইনি। তবে থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877