সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় মোখা : শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের আহ্বান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ঘূর্ণিঝড় ‘মোখা’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত সব গোপন বিষয় নিরাপদে রাখতে বলা হয়েছে।

তবে ঘূর্ণিঝড় মোখা’র কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরাভিমুখে অগ্রসর হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ