স্বদেশ ডেস্ক:
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতী প্রজাতির দুটি ডলফিন। এর মধ্যে একটি ৮ এবং অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের। আজ বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ডলফিন দুটি ভেসে আসে।
প্রত্যক্ষদর্শী জেলে চিনমতি ভানু বলেন, ‘আমি এখানে মাছ ধরা অবস্থায় হঠাৎ নাকে পচা ঘ্রাণ আসে। কতক্ষণ পর দেখি দুটি ডলফিন ভেসে এসেছে। পচা ঘ্রাণ সহ্য করতে না পেরে আমি স্থান পরিবর্তন করে মাছ ধরছি। তিন ঘণ্টা হয়ে গেছে এখনো কেউ পচা ডলফিন দুটি অপসারণ করেনি।’
স্থানীয় যুবক হাসান আলী জানান, ‘দুপুরে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ঢেউয়ের সাথে ডলফিন দুটিকে ভেসে আসতে দেখেছি।’
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।’
উল্লেখ্য, কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে চলতি বছরে ৪টি এবং ২০২২ সালে ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছিল।