রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

জিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ফরিদপুরে জিয়া মোল্লা হত্যার ৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) ও জুবায়ের মোল্লা (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো. জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে করে গোবিন্দপুর এলাকা থেকে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরের দিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ