স্বদেশ ডেস্ক:
ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ এ তথ্য নিশ্চিত করে।
দলীয় প্রধান গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। টুইটার বার্তায় দলের নেতারা বলছেন, ‘পাকিস্তানের জনগণ, এখনই সময় দেশকে রক্ষা করার। পরবর্তীতে আপনারা আর কোনো সুযোগ পাবেন না।’
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি গোহার অভিযোগ করেছেন, রেঞ্জার্স সদস্যরা গ্রেপ্তারের সময় পিটিআই প্রধানকে নির্যাতন করেছেন। স্থানীয় মিডিয়াকে তিনি এমন অভিযোগ করেছেন।
তিনি দাবি করেছেন, ইমরান খানের মাথায় আঘাত করা হয়েছে এবং তার পায়ে লাথি মারা হয়। গোহার জানান, ইমরান খানকে গ্রেপ্তারের সময় তিনি এবং আলি বুখারি সেখানে হাজির ছিলেন।
ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার বলেছেন, ইমরান খানের গ্রেপ্তার ঘিরে অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। তবে ইসলামাবাদের পুলিশের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভের জন্য কেউ রাস্তায় বেরোলে তাকে গ্রেপ্তার করা হবে।
রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচসি-এর গেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যে আধাসামরিক বাহিনীর দল ও সাঁজোয়া বাহিনী গাড়ি তার পেছন পেছন যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর কড়া নিরাপত্তার অধীনে ইমরানকে আকস্মিক তুলে নেওয়া হয় এবং সাঁজোয়া যান দিয়ে আদালতের গেট বন্ধ করে দেওয়া হয়।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। খবরে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস সদস্যরা হেফাজতে নিয়েছেন।