স্বদেশ ডেস্ক:
হবিগঞ্জে একটি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো: আজিজুল হক মঙ্গলবার (৯ মে) বিকেলে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামের বশির মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া ও শাহ আলম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইউনুছ মিয়া ও মো: আব্দুল্লাহ।।
২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জের বগলাখাল গ্রামে তোতা মিয়া নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। এ ঘটনায় তার ছেলে আব্দুল কাইয়ুম একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন। তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তোতা মিয়া হত্যা মামলায় আসামিদের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা মিয়া।