স্বদেশ ডেস্ক:
অ্যামাজন প্রাইমের অত্যন্ত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা পুরো ভারতে ছড়িয়ে পড়েছিল। এর পর ‘পুষ্পা’ ছবির আইটেম গানে তার নাচ হাজার হাজার তরুণের ঘুম হারাম করে। ‘যশোদা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। সামান্থাকে শেষ পর্দায় দেখা গেছে প্যান ইন্ডিয়া ছবি ‘শকুন্তলম’-এ। এই ছবিতে তার অভিনয় সমালোচকদের মনে ধরেছে। কিন্তু বক্স অফিসে ছবিটি ভালো আয় করতে পারেনি। ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার কারণে প্রযোজকদের প্রায় ২২ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে বলে শোনা যাচ্ছে।
সামান্থা এখন ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে। এই সিরিজে তার বিপরীতে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।