স্বদেশ ডেস্ক:
থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আচরণ ঠিক না হলে প্রয়োজনে নিজে ওসিগিরি করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘থানাকে জনমুখী করতে, প্রয়োজনে নিজে থানায় গিয়ে ওসিগিরি করব। আমি সিনিয়র অফিসারদের বলেছি, তারা থানায় বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।’
এ সময় মহানগরীর থানাগুলোর পরিবেশ এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়েও কথা বলেন শফিকুল ইসলাম। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য উপকমিশনারসহ ট্রাফিক বিভাগের সবাইকে মাঠে থাকতে হবে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায়, সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবে।’