বিনোদন ডেস্ক: মিডিয়া পাড়ার কম বেশি সবাই জানেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ভ্রমণ পিপাসু। সময় ও সুযোগ পেলেই তিনি অজানাকে জানতে চলে যান বিদেশে। এবার তিনি উড়াল দিলেন মালয়েশিয়াতে। সঙ্গে আছেন ছেলে আব্রাম খান জয় ও তার মা।
জানা গেছে, শুক্রবার সকালের একটি ফ্লাইটে মালয়েশিয়াতে উড়াল দিয়েছেন ঢালিউড ‘কুইন’ খ্যাত এই চিত্রনায়িকা। ছুটি কাটানোর পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি সাংস্কৃতিক মেলায় অংশ নিবেন তিনি। সেখানে জোহর বারুতে এই শোটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এতে আরও অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ফকির শাহাবুদ্দিনসহ অনেকে।
সম্প্রতি অপু বিশ্বাস শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিং। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ ছবির কাজ শেষ করেছেন অপু। সুবীর মণ্ডলের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।