স্বদেশ ডেস্ক;
জব্দ করা মদ চুরি করার অভিযোগে নিউইয়র্ক সিটির শেরিফের অফিসের এক ডজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। করোনা মহামারির লকডাউনের সময় নিয়ম ভেঙে যেসব বার ও ক্লাব চালু ছিল, ওইসব স্থানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়েছিল।
নগরীর তদন্ত বিভাগের অনুসন্ধানে দেখা যায়, কর্মীরা অজ্ঞাত পরিমাণ মদ চুরি করেছে।
অ্যাজেন্সি সূত্রে জানা গেছে, লং আইল্যান্ড সিটির ভা-ার শাখা থেকে মদ ভর্তি বোতল চুরি হয়।
চুরির সাথে জড়িতদের বেতন ছাড়াই সাসপেন্ড করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
অর্থ বিভাগের এক মুখপাত্র বলেন, ‘এটা ছিল মানুষের আস্থার প্রতি মারাত্মক লঙ্ঘন। এটা আমরা বরদাস্ত করতে পারি না। শেরিফের অফিসের কঠোর পরিশ্রমী লোকদের আমাদের নগরীকে নিরাপদ রাখার মিশনকে অবমাননা আমরা করতে পারি না।’
তবে ডিওএফের মুখপাত্র বলেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়। এ কারণে আমরা আরো পর্যালোচনা ও তদন্তের আগে বেশি কিছু বলতে পারি না।’