শপথগ্রহণের পর বৃহস্পতিবার ঘোষিত হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মোট ৫৮ জন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সামনে শপথগ্রহণ করেছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন।
একনজরে কে কোন মন্ত্রণালয় পেলেন তার তালিকা-
অমিত শাহ পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়,
রাজনাথ সিং পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, নির্মলা সীতারমন অর্থমন্ত্রণালয় ও কর্পোরেট অ্যাফেয়ার্স,
সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রণালয়,
নিতিন গডকড়ি সড়ক পরিবহণ, হাইওয়ে, মাইক্রো, স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয়,
রামবিলাস পাসোয়ান ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন,
নরেন্দ্র সিং তোমর কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী,
রাজ রবিশঙ্কর প্রসাদ আইন ও বিচার এবং জ্ঞাপন ও তথ্যপ্রযুক্তি,
হরসিমরত কউর বাদল খাদ্য প্রক্রিয়াকরণ,
থাওহর চাঁদ গেহলট সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন,
রমেশ পোখরিয়াল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়,
অর্জুন মুন্ডা উপজাতি উন্নয়ন,
স্মৃতি ইরানি মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়,
হর্ষবর্ধন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি,
প্রকাশ জাভড়েকর পরিবেশ, বন, আবহাওয়ার পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
পীযূষ গোয়েল রেল ও শিল্প, ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং স্টিল,
মুক্তার আব্বাস নকভি সংখ্যালঘু উন্নয়ন,
প্রহ্লাদ যোশী সংসদীয় অ্যাফেয়ার্স, কয়লা ও খনি
মহেন্দ্র নাথ পাণ্ডে স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোগ
অরবিন্দ গণপত সাওয়ন্ত পেলেন ভারী শিল্প ও সরকারি সংস্থা,
গিরিরাজ সিং পেলেন পশুপালন, ডেয়ারি ও মৎস্য মন্ত্রক,
গজেন্দ্র সিং শেখাওয়াত পেলেন জলশক্তি মন্ত্রণালয়,
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সন্তোষ কুমার গাঙ্গওয়ার পেলেন শ্রম ও কর্মসংস্থান,
রাও ইন্দরজিত সিং পেলেন স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ও পরিকল্পনা মন্ত্রক
শ্রীপদ ইয়েসো নায়েক পেলেন আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি
জীতেন্দ্র সিং উত্তর-পূর্ব উন্নয়ন কিরেণ রিজিজু ইয়ুথ অ্যাফেয়ার্স ও ক্রীড়া
প্রহ্লাদ যোশী পেলেন সংষ্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়
রাজ কুমার সিং শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি
হরদীপ সিং পুরী পেলেন হাউসিং ও নগরোন্নয়ন এবং অসামরিক বিমান পরিবহণ
মনসুখ এল মাণ্ডব্য পেলেন জাহাজ মন্ত্রক ও রায়াসনিক ও সার মন্ত্রণালয়।
সূত্র : ওয়ান ইন্ডিয়া