সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

ফাঁকা বাসায় ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় মাশরাফী বিন মূর্তজা (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলের ফ্যামিলি কোয়াটারের রুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাশরাফী বিন মূর্তজা কুড়িগ্রাম জেলার বুরুঙ্গিমারী থানার বাসিন্দা। সে হবিরবাড়ী ইউনিয়নের হোসেন আলী সরকার একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল। নিহতের বাবা নোমান কম্পোজিট টেক্সটাইল মিলে ও মা একটি গার্মন্টেসে চাকরি করেন।

পুলিশ জানিয়েছে, আজ সকালে মাশরাফী বাড়িতে একা ছিল। একসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে এক প্রতিবেশী তার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান মাশরাফী রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেন আলী সরকার একাডেমীর প্রধান শিক্ষক আলাউল কবির সরকার বলেন, ‘মাশরাফী আমাদের স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন ধরে তার মানসিক সমস্যার কারণে ঢাকায় চিকিৎসা করাচ্ছিল তার পরিবার।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ