স্বদেশ ডেস্ক:
সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে কে না চায়। কিন্তু তাই বলে প্রাণের ঝুঁকি নিয়ে ছবি তোলা, এটা তো মানা যায় না। সম্প্রতি ছবিতে লাইক, কমেন্ট পেতে এমন বিপদজ্জনক কাজই করেছেন এক মার্কিন দম্পতি। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই তীব্র নিন্দার ঝড় তুলেছেন নেটিজনরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন ওই দম্পতি হলেন কেলি কাস্টলি এবং কোডি ওয়র্কম্যান। তাদের ছবিটি বেশ রোমাঞ্চকর, তবে বিপজ্জনক। এর জন্য তাদের পড়তে হয়েছে তুমুল সমালোচনায়।
ছবিতে দেখা গেছে, পাহাড়ের ধারে বিপদজ্জনক অবস্থায় ছবি তুলেছেন এ দম্পতি। কোডি বসে পাহাড়ের একদম ধারে। আর তাঁর হাত ধরে পাথরের খাঁজে একটি পা রেখে প্রায় শূন্যে ঝুলছেন কেলি। একটু এদিক-ওদিক হলেই হাত ফসকে পড়তেই পারতেন অতল খাদে। হাড়গোড় ভেঙে তালগোল পাকিয়ে যেতেই পারত কেলির শরীর।
তবে সে সবের তোয়াক্কা না করেই কেলি-কোডি এই ছবি তুলেছেন প্রশংসা পাওয়ার লোভে। তাতেই ক্ষুব্ধ নেটিজেন। তাদের কথায়, নজর কাড়তে প্রাণ বাজি রাখা তো মূর্খতা!
সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর দেড় হাজারেরও বেশি কমেন্ট পেয়েছে ছবিটি। এক নেটিজেনের কথায়, ‘শুধুই মনোযোগ আকর্ষণের জন্য এই ছবি। কোথায় গিয়ে এ রকম ছবি তুলেছেন কেলি আর কেডি তার কথা বিন্দুমাত্র জানাননি।’
কেউ বলেছেন, ‘প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ফটো তোলা বোকামি ছাড়া আর কিছুই নয়।’
যদিও কেলি আর কেডির মতে, ‘এটি আমাদের পক্ষে ততটাও বিপজ্জনক বলে মনে হয়নি। বরং বেশ সহজেই আমরা ছবি তুলেছি। আসলে আমরা বিপদ নিয়ে খেলতে ভালোবাসি।’
এই দম্পতির এই ধরনের ফটোসেশন নতুন নয়। এর আগেও তারা এ রকম ছবি অনেক তুলেছেন। গত এপ্রিল মাসেও তারা এ রকম একটি ছবি তুলেছিলেন পুলের কিনারায় দাঁড়িয়ে। তখনও নিন্দিত হয়েছিলেন কেলি-কোডি।