স্বদেশ ডেস্ক:
দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। নিয়মিত স্বাস্থ্য চেক আপ করার জন্য হাসপাতালে গেলে মেডিক্যাল বোর্ড থেকে তাকে ভর্তি করানোর পরামর্শ দেয়া হয়। হাসপাতালে ভর্তির পরে দাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দেন জাইমা রহমান।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘সুস্থতার জন্যে মহান আল্লাহতালার কাছে সকলে দোয়া করবেন। দোয়া করবেন, আবারো যেন বাংলাদেকে নেতৃত্ব দিতে পারেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা সন্তান জাইমা রহমান। এছাড়া তার দাদা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দাদি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে লন্ডনে অসুস্থ বাবা তারেক রহমান ও মাতা জোবাইদা রহমানের সাথে রয়েছেন তিনি।
খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় আছেন। সরকারের নির্বাহী আদেশে রাজনীতির বাইরে থাকতে হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। যদিও তার রাজনীতি ও নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নিয়ে চলছে তর্ক-বির্তক।
বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে লন্ডনে বসে দলের হাল ধরেছেন তারই বড় ছেলে তারেক রহমান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার নামেও রয়েছে অসংখ্য মামলা। ইতোমধ্যে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলায় কয়েকটি সাজা দেয়া হয়েছে। এতে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।
মাঝে মাঝে রাজনীতিতে গুঞ্জন শোনা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমান নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন। তবে জাইমা রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া, না হওয়া সবকিছু নির্ভর করছে বাবা তারেক রহমানের ওপর। অনেক বর্ষীয়ান রাজনীতিকরা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির ট্রামকার্ড হতে পারে তার নাতনি জাইমা রহমান। জিয়া পরিবারের উত্তরসূরী হিসেবে তার মধ্যে সম্ভাবনাও বেশি দেখছেন তারা।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আশা জাইমা রহমান দেশে এসে রাজনীতিতে যোগ দেবেন। দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। রাজপথে দাদির মতো সামনে থেকে নেতৃত্ব দেবেন। জাইমার মধ্যে খালেদা জিয়ার প্রতিচ্ছবিও খুঁজে পান দলটির অনুসারীরা।
বর্তমানে জাইমা লন্ডনে বাবা-মায়ের সাথে বসবাস করছেন। লেখাপড়া করেছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন।
জাইমা রহমান নামক একটি ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতালে ভর্তির একটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লেখেন, ‘সুস্থতার জন্য মহান আল্লাহতালার কাছে সকলে দোয়া করবেন। দোয়া করবেন, আবারো যেন বাংলাদেকে নেতৃত্ব দিতে পারেন।’ এর আগে একই পেজ থেকে লেখা হয়, ‘খুব শিগগির দেশে ফিরছি।’
ওই পোস্টটি বিএনপির অনুসারীরা নিজেদের ফেসবুক একাউন্টে শেয়ার করেন। তাতে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করে।
জাইমা রহমান সত্যিই দেশে ফিরবেন কিনা, ফিরলে কবে; ফিরলেও বাবা তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হওয়ার অনুমতি দেবেন কিনা, এসব বিষয় এখনো ধোঁয়াশা। তবে দলটির সূত্র থেকে জানা যায়, মেয়ে জাইমার দেশে ফেরা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান এখনো কোনো কিছু স্পষ্ট করেননি। জাইমা রহমানের রাজনীতিতে আসার বিষয়টি খোলাসা করেনি জিয়া পরিবার।
জাইমা রহমান নামক ফেসবুক পেজ বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমানের কিনা এর সত্যতা যাচাই করতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারকে জানতে চাইলে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাতি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা সন্তান জাইমা রহমান। আমার জানা মতে, তার কোনো ফেসবুক পেজ নাই।