নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে আগামী ৬ ও ৭ মে শনি ও রোববার অনুষ্ঠিত হবে উত্তর অ্যামেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩। রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে বঙ্গ সংস্কৃতি সংঘ- সিএবি ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। শনি ও রোববার দুদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন দর্শকরা। অনুষ্ঠান সবার জন্য উন্মোক্ত। ৬ মে শনিবার বেলা ১১টায় প্রথম দিনের অনুষ্ঠান উদ্ধোধন করবেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত। প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী। স্থান মূল মঞ্চ। একই সময়ে জ্যামাইকা পার্ফমিং আর্ট সেন্টার- জ্যাপেকের উন্মোক্ত প্রাঙ্গনে হবে অ্যামেরিকান বাংলাদেশী আর্টিস্ট ফোরামের “ শিল্পীর চোখে রবীন্দ্রনাথ শীর্ষক “ আয়োজন। অনুষ্ঠানের উদ্ধোধন করবেন, খুরশিদ আলম সেলিম। একই সাথে চলবে শিশুদের চিত্রাঙ্কন। এরপর দিনব্যাপী আয়োজনের শুরুতে থাকবে রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শনী। উদ্ধোধন করবেন মতলুব আলী। আলোকচিত্রে শান্তিনিকেতন, শিল্পী ড. ওবায়দুল্লাহ মামুন। রবীন্দ্রনাথের চিত্রকলার ওপর তথ্যচিত্র “রুপের অতীত রুপ” প্রদর্শিত হবে বেলা ১১.৩০ মিনিটে। পরিচালনায় সনাৎ মহান্ত। দুপুর ১২.৩০মিনিটে চলচিত্র “শেষের কবিতা”। পরিচলনায় সুমন মুখোপাধ্যায়। বিকেল ৩টায় উদ্ধোধনী অনুষ্ঠান। উদ্ধোধন করবেন ড. রে্জওয়ানা চৌধুরী বন্যা। প্রধান অতিথি থাকবেন, ড. গায়ত্রী চক্রবর্তী স্পীভাক। বিশেষ অতিথি রনধীর জয়সুয়াল ( ভারতের কনসাল জেনারেল), ডা. মো: মনিরুল ইসলাম (বাংলাদেশের কনসাল জেনারেল). ড. পবিত্র সরকার. চন্দ্রীল ভট্টাচার্য, আহকাম উল্লাহ, ডা. জিয়াউদ্দীন আহমেদ, হাসান ফেরদৌস, রনদেব সরকার ও রাহাত হোসেন নাজু। বিকেল ৩.৩০ মিনিটে উদ্ধোধনী সংগীত। শতকন্ঠে রবীন্দ্রনাথ। বিশেষ উপস্থিতি রেজওয়না চৌধুরী বন্যা। পরিচালনায় মহিতোষ তালুকদার তাপস। বিকেলে আরো আছে মঞ্চ নাটক, মিছে কোলাহল, সংগীতানুষ্ঠান, “ভিনদেশীর চর্চায় রবীন্দ্রনাথ”। মঞ্চ নাটক, রক্তকরবী। নৃত্যনাট্য-তাসের দেশ (ইংরেজীতে)। রবীন্দ্রনাথ ঠাকুরের ফিকশন-নন ফিকশন প্রেমের আখ্যান, “কার মিলন চাও বিরহী”। প্রথমদিনের আরো অনেক আকর্ষনীয় অনুষ্ঠান পরিবেশন শেষে রাত ৯টায় থাকবে ভারতীয় জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা একক রবীন্দ্র সংগীতের আয়োজন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে ৭ মে রোববার বেলা ১১টায়। শুরুতেই থাকবে চারুশিল্পের প্রদর্শনী ও শিশুদের চিত্রাঙ্কন। বেলা ১১ থেকে দুপর দুটো পর্যন্ত রবীন্দ্র সাহিত্য সম্মেলন। প্রধান অতিথি আলোলিকা মুখোপাধ্যায় (ভারত), বিশেষ অতিথি পুরবী বসু (বাংলাদেশ)। বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌসের পরিচালনায় “আমার রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা। অংশ নিবেন, জ্যোতিপ্রকাশ দত্ত, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, তমিজ উদ্দীন লোদী ও ফকির ইলিয়াস। সাহিত্য আয়োজনে আরো থাকবে নিউ ইয়র্কের আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান” রবিবার” সমন্বয়কারী হিসেবে থাকবেন আবীর আলমগীর। দুপুর ২,৩০ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষীপ্ত জীবনী: প্রবাসে রবীন্দ্রনাথ চর্চা। ডকুমেন্টারি প্রতিবেদন। পরিচালনায় ডা. জিয়াউদ্দিন আহমেদ। শেষদিনের অনুষ্ঠানমালায় আরো থাকবে, সেমিনার: রবীন্দ্রনাথ- তর্কে বিতর্কে। আলোচক, বিশ্বভারতীর সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার, মনজুর আহমদ, ও পুরবী বসু। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্প অবলম্বনে ইংরেজী মঞ্চ নাটক “মৃনালের পত্র”। বিকাল ৪.১০ মিনিটে রবীন্দ্রসংগীতের শান্ত্রীয় ধারা : রবীরাগ। পরিচালনায় কাবেরী দাস। ৪.৩৫ মিনিটে সংগীতানুষ্ঠান ঐ মহামানব আসে। পরিবেশনায় প্রকৃতি -নিউ ইয়র্ক। বিকেল ৫টায়, “ রবীর কির্তন” রবীন্দ্র সংগীতের কির্তনের ধারা। পরিবেশনায়, ড. সাহানা ভট্টাচার্য। ৫.৩০ মিনিটে অ্যামেরিকায় রবীন্দ্রনাথের অবস্থান করা বাড়ির ক্রেতা বাঙালি দম্পতি কাজল মুখোপাধ্যায় ও মৌসুমী দত্ত রায়ের সংবর্ধনা। সন্ধ্যা ৬টায় সংগীতানুষ্ঠান। পরিবেশনায় সুরের ধারা ( নিউ ইয়র্ক)। বিশেষ উপস্থিতি রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর ফ্যাশন শো- “বসনে ভূষণে রবির চয়নে”। সন্ধ্যা ৬.৩৫ মিনিটে প্রীতি বিতর্ক: আমিই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র। সঞ্চালনায় হাসান আহমেদ চৌধুরী কিরণ। সন্ধ্যা ৭.০৫মিনিটে স্মারক বকতৃতা: চন্দ্রীল ভট্টাচার্য। ৭.৪৫ মিনিটে গীতিনাট্য চিত্রাঙ্গদা। পরিবেশনায় অহনা ডায়েস ও তার দল। রাত ৮টায় আলোয় ভুবন ভরা: আন্তর্জাতিক রবীন্দ্রনাথ। রাত ৮.৫০ মিনিটে সমাপনী অনুষ্ঠান: শতকন্ঠে রবীন্দ্রনাথ। বিশেষ উপস্থিতি রেজওয়ানা চৌধুরী বন্যা। পরিচালনায় মহিতোষ তালুকদার তাপস। সমাপনী বিশেষ নৃত্য “ আনন্দ ধারা বহিছে ভূবনে” পরিচালনায় চন্দ্রা ব্যানার্জি। পরিবেশনায় নৃত্যাঞ্জলী। ৯.১৫ মিনিটে আজীবন সম্মাননা: অমিয় বন্ধ্যোপাধ্যায় ( ভারত) ও সেলিমা আশরাফ ( বাংলাদেশ)। রাত ৯.৩০ মিনিটে সমাপনী সংগীত সন্ধ্যা। পরিবেশনায় রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্র উৎসবের প্রধান উপদেষ্ঠা ডা. জিয়াউদ্দিন আহমেদ, উপদেষ্ঠা, ড. পবিত্র সরকার, প্রবীর রায়, মিলন আওন, মনজুর আহমেদ, হাসান ফেরদৌস, কৌশিক আহমেদ, রনদেব সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, এন্যী ফেরদৌস, নুরুল আমিন বাবু, নজরুল মিন্টু ও তানিয়া আমির। সমন্বয়কারী: গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া, আব্দুল হামিদ ও সুখেন গোমেজ। অনুষ্ঠান সহযোগী: ড. সাহানা ভট্টাচার্য, শুভ রায়, কৃষ ঘোষ বাপ্পা, ও শুভদ্বীপ ঘোষ। শিল্প নির্দেশক: জাহেদ শরীফ মিডিয়া সমন্বয়ক: পিনাকী তালুকদার ও আহবায়ক: হাসানুজ্জামান সাকী