বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোমকেয়ারের আরো ৪ প্রতিষ্ঠান

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোমকেয়ারের আরো ৪ প্রতিষ্ঠান

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অন্যতম হোমকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের সহযোগী হিসাবে আরো চারটি প্রতিষ্ঠানের আনুুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত ১৪ এপ্রিল।মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের মালিকানাধীন এই চারটি প্রতিষ্ঠান হলো গোল্ডেন এজ লাক্সারি হল, বিগিনার্স ড্রাইভিং একাডেমি, ডিএমভি এক্সপ্রেস সার্ভিস ও পারফেক্ট এজ এডাল্ট ডে কেয়ার।
এ উপলক্ষে জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ হোম কেয়ারের পাশে গোল্ডেন এইজ লাক্সারি হলে আয়োজিত ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা যোগ দেন।প্রতিষ্ঠানের কর্ণধার শাহ নেওয়াজ ও স্টেট সিনেটর জন ল্যু চারটি ব্যবসার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারপার্সন রানো নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, গোল্ডেন এজ হোম কেয়ার কর্মকর্তা মোস্তফা অনিক রাজসহ মুলধারা ও কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মুসলিম উম্মা তথা বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। এসময় শাহ নেওয়াজ বলেন, বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে মানুষকে সবচেয়ে বেশি সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের চলার পথ এত সহজ ছিলনা, তবে প্রচন্ড ইচ্ছাশক্তি আর ধৈর্য্য দিয়ে এ পর্যায়ে এসেছি। তিনি আনুুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877