স্বদেশ ডেস্ক:
বলিউড সিনেমার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিল্মফেয়ার’। গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসে এ পুরস্কারের ৬৮তম আসর। সেখানে জয়জয়কার হয়েছে সঞ্জয়লীলা বানশালি পরিচালিত, আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমার। এ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আলিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এ বছর ফিল্মফেয়ার সবচেয়ে বড় চমক ছিলেন সালমান খান। বলিউডের ভাইজান এবার ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থানা করেছেন। বলিউডের তারকা খচিত, জাঁকজমকপূর্ণ সন্ধ্যায় দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রায় সবাই।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য ফিল্মফেয়ারের ৬৮তম আসর বসে। এবার জনপ্রিয় ক্যাটেগরিতে সেরা ছবি হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, সমালোচক ক্যাটেগরিতে ‘বাধাই দো’। সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (বাধাই দো), জনপ্রিয় ক্যাটেগরিতে সেরা অভিনেত্রী আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সমালোচক ক্যাটেগরিতে সেরা অভিনেতা হয়েছে সঞ্জয় মিশ্র (বধ), সেরা অভিনেত্রী টাব্বু (ভুল ভুলাইয়া-২) ও ভূমি পেডনেকর (বাধাই দো)।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সেরা সহঅভিনেতা হয়েছে অনিল কাপুর (যুগযুগ জিও), সেরা সহঅভিনেত্রী হয়েছেন শিবা চাড্ডা (বাধাই দো)। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন প্রেম চোপড়া।
ফিল্মফেয়ারের এ আসরে সেরা সংগীত পরিচালক হয়েছেন প্রীতম (ব্রহ্মাস্ত্র), সেরা গায়ক অরিজিৎ সিং (কেসরিয়া) ও সেরা গায়িকা কবিতা শেঠ (রঙ্গিসারি)। এবার সেরা সিনেম্যাটোগ্রাফার হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।