মেষ: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালোই যাবে। ব্যবসায়ীক দিক থেকে লাভবান হবেন। ভালো আয় রোজগারের সুযোগও রয়েছে এখানে।
বৃষ: বৃষ রাশির জাতক জাতিকার এই দিনটি মিশ্র সম্ভাবনাময় যাবে। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সাথে বিরোধ হতে পারে। অনৈতিক কোনো সম্পর্কের কারণে কোনো চিকিৎসা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।
মিথুন: সম্পত্তির বিষয়ে মা-বাবার সঙ্গে কথা হবে। তবে বন্ধুদের সঙ্গে বিরোধ এর সম্ভাবনা। আইনি কাজকর্ম করতে খরচ বৃদ্ধি পাবে।
কর্কট: আজ স্ত্রীর সঙ্গে করা পুরনো কোনও অশান্তি আবার নতুন করে আসতে পারে। তবে আপনার বিলাসিতার জন্য খরচ অনেক বাড়তে পারে।
সিংহ: প্রেমের ব্যাপারে আজ আপনার চাপ আসতে পারে। তবে এখন প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না, কারণ তারা হয়তো বেশি শক্তিশালী। যাঁরা গঠনমূলক কাজ করেন, তাঁদের জন্য আজ কোনও সুযোগ আসতে পারে।
কন্যা : আজ যতটা সম্ভব অপরের জন্য কিছু করার চেষ্টা করুন, দেখবেন উপকৃত হবেন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত আনতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে।
তুলা : আপনাদের সকালের দিকে কোনও কারণে মন আজ চঞ্চল থাকতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারেন, সফল হবেন।
বৃশ্চিক : আজ সকাল থেকে একটু হলেও আর্থিক সমস্যা চলতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।
ধনু: ধনু রাশির জাতক জাতিকারা আজ প্রেম ও রোমান্সে সফল হবেন। কারো ভালোবাসায় নিজেকে অর্পণ করবেন। সন্তানের সফলতায় পিতা মাতার আনন্দ পাবে।
মকর: মকর রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি বেশ ভালো । কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। পরিবারের সাথে কোনো আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কাটবে। ছোট ভাই বোনের কাছ থেকে কোনো কোনো ভালো সংবাদ আসবে। যোগাযোগের ফলে আপনি লাভবান হবেন।
মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। শেয়ার ব্যবসায়ীদের সময় কিছুটা প্রতিকূল থাকবে। হঠাৎ বিশেষ কারণে কিছু টাকা ধার করতে পারেন। পুলিশি সমস্যার সম্মুখীন হতে হবে।