বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ঈদ শেষে শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন খান (২৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশের টিআই শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাওন শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের মৃত আলাউদ্দিন খান ও রেশমা বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শাওনের মামা দিপু শিকদার জানান, শ্রীনগর হাসপাতাল থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এরপর তাকে গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় নিয়ে আসা হয়। অনেক বছর আগে তার বাবা মারা গেছেন। তিন বছর আগে একমাত্র বোন শিখা (১৪) মারা গেছে। অল্প বয়সে স্বামী ও মেয়েকে হারিয়ে তার মা রেশমা বেগম একমাত্র ছেলে শাওনই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ছেলেকে হারিয়ে রেশমা ভেঙে পড়েছেন।

শরীয়তপুরের পালং মডেল থানাধীন চিকন্দি পুলিশ ফাঁড়ির আইসি ইয়াসিন মুন্সী বলেন, ‘শাওনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877