স্বদেশ ডেস্ক:
ঈদ শেষে শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন খান (২৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশের টিআই শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওন শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের মৃত আলাউদ্দিন খান ও রেশমা বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শরীয়তপুরের পালং মডেল থানাধীন চিকন্দি পুলিশ ফাঁড়ির আইসি ইয়াসিন মুন্সী বলেন, ‘শাওনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’