শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

লাইভে হঠাৎ অসুস্থ এরদোয়ান, স্বাস্থ্য নিয়ে নানা গুজব

লাইভে হঠাৎ অসুস্থ এরদোয়ান, স্বাস্থ্য নিয়ে নানা গুজব

স্বদেশ ডেস্ক:

তুরস্কে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারের মধ্যে এরদোয়ান অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানটির সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

তবে ২০ মিনিট বিরতির পর অনুষ্ঠানটি শুরু হলে এরদোয়ান জানান, দুইদিন ধরে তুমুল প্রচারণার পর ‘পাকস্থলীর ফ্লু’ এর কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ বোধ করছেন। ৬৯ বছর বয়সী এরদোয়ান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন।

পরবর্তীতে এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ আমি বিশ্রাম করব, আগামীকাল থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা জানান, প্রেসিডেন্টের শরীরের অবস্থা ভালো। এরদোয়ান যত দ্রুত সম্ভব তার পূর্ব নির্ধারিত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার দেয়ার সময়এরদোয়ান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার পাশে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। টেলিভিশন চ্যানেল উলকে টিভি ও কানাল সেভেন – যাদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করা হয়–এরদোয়ানের সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করছিল।

একজন সাংবাদিক একটি প্রশ্ন করার পরপরই ক্যামেরায় তার চিন্তিত মুখ দেখা যায়। এরপরই টেলিভিশন স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এরদোয়ান অবশ্য কিছুক্ষণের মধ্যেই টিভিতে এসে ব্যাখ্যা দেন যে অসুস্থ থাকায় তিনি সূচি বাতিল করতে চেয়েছিলেন।

পরে তিনি দু:খপ্রকাশ করে বলেন,“ব্যস্ততার মধ্যে আমাদের অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই তুরস্কের বাইরের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জল্পনা শুরু হয় যে প্রেসিডেন্ট এরদোয়ানের হার্ট অ্যাটাক হয়েছে।

তবেএরদোয়ানের যোগাযোগ বিভাগের প্রধান ফেপাহরেতিন আলতুন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে এসব ‘ভিত্তিহীন দাবি অস্বীকার’ করেছেন। তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। যেসব অ্যাকাউন্ট থেকে ‘গুজব’ ছড়ানো হয়েছে, সেসব অ্যাকাউন্টের স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।

 

এসব গুজবের জবাব দিয়ে তিনি টুইট করেন, যত মিথ্যা তথ্যই ছড়ানো হোক, তুরস্কের মানুষ ১৪ই মে’র নির্বাচনে তাদের নেতা এরদোয়ানের সাথে থাকবে এবং তার একে পার্টি বিজয়ী হবে। গত ২১ বছর ধরে এরদোয়ান ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউ চলাকালে তার অসুস্থ হওয়ার মত ঘটনা ঘটল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877