সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঝড় আঘাত হানে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউজ-১৮সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দুপুর প্রায় দেড়টা নাগাদ কালবৈশাখী শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা বলেছেন, নিহতদের বেশিরভাগই কৃষক, যারা কৃষিক্ষেত্রে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ