সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

বাখমুতে চলছে তুমুল লড়াই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে ইউক্রেন ও রুশ সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলে দুই গ্রামে রুশ বাহিনীর অগ্রগতি ব্যর্থ হওয়ার পর বাখমুত ও এর আশেপাশে ব্যাপক সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি গতকাল বুধবার বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ান বাহিনী আর্টিলারি ও রকেট লঞ্চার ব্যবহার করে ৩২৪টি হামলা চালিয়েছে।

তিনি আরও বলেছেন, রাশিয়ান বাহিনী বাখমুতে ভবন ধ্বংস করে দিচ্ছে। এসব ভবন আমাদের সেনারা দুর্গ হিসেবে ব্যবহার করে। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ান সেনাবাহিনীর যুদ্ধের কেন্দ্রস্থল হিসেবে উঠেছে বাখমুত।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটি দখল নিতে গত আট মাসের বেশি সময় ধরে মরিয়াভাবে যুদ্ধ করছে রুশ বাহিনী। বিশেষ করে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ সেখানে প্রাণপনে লড়ে যাচ্ছে।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪২৮ দিনের মতো চলছে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ