শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

‘কমিশন কতটুকু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখতে এসেছি’

‘কমিশন কতটুকু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখতে এসেছি’

স্বদেশ ডেস্ক:

নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখতে এই নির্বাচনে এসেছি বলে মন্তব্য করেছেন আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলামের কাছে নির্বাচনী বাধ্যবাধকতা মেনে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন গাজী আতাউর রহমান।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি দুঃশাসন ও লুটপাট মুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রূপান্তরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নির্দেশে আজকে মনোনয়নপত্র দাখিল করেছি।’

তিনি বলেন, ‘আমরা আশাকরি সরকারের কোনোরকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দেয় তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।’

গাজী আতাউর রহমান আরও বলেন, ‘এই নির্বাচনই বলে দিবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।’

এসময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, গাজীপুর মহানগর সভাপতি মোহাম্মদ ফায়েজুদ্দীন, মহানগরের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও দলের গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক মাওলানা আবু হানিফ সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877