মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক বিএনপি : তথ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত-এ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এই কথা বলে যে অশুভ ইঙ্গিত দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন। তাহলে আপনাদের দলও উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা তা থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই, আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন।’

আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে গণমাধ্যমে কথা বলার মতো দলটির আর কোনো নেতা থাকবে না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ