শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

‘কে হিন্দু কে মুসলিম জানি না, জনগণের সেবক হতে চাই’

‘কে হিন্দু কে মুসলিম জানি না, জনগণের সেবক হতে চাই’

স্বদেশ ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা হয়। বরিশাল সিটিতে এবার হাতপাখা প্রতীকে মেয়র পদে লড়বেন বর্তমান পীরের আপন ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

প্রার্থিতা ঘোষণার পর মুফতি ফয়জুল করিম বলেন, ‘কে হিন্দু কে মুসলিম আমি জানি না, আমি জনগণের সেবক হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বরিশালের মেয়র হতে চাই না, আমি বরিশালবাসীর খাদেম হতে চাই। আমি বরিশালবাসীর জন্য কী করব, তা জানি না। তবে আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব।’

ফয়জুল করিম ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির এবং সমর্থকদের কাছে তিনি ‘শায়খে চরমোনাই’ নামে পরিচিত। এ ছাড়া তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877