বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

নিত্যপণ্যের চড়া দাম, সন্তানকে পোকা খাওয়াচ্ছেন মা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

স্বদেশ ডেস্ক:

নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, তাই পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এতে বাধ্য হয়ে ১৮ মাস বয়সী নিজ সন্তানের পুষ্টির চাহিদা মেটাতে তাকে ঝিঁঝিঁ পোকা খাওয়াচ্ছেন কানাডার এক মা। খবর ইন্ডিয়া টুডের।

বিশ্বের বহু দেশেই এখন খাদ্যপণ্যের অনেক দাম বেড়েছে। অনেক পরিবারেই তাদের বাজেটে পরিবর্তন আনতে নানা পন্থা বেছে নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিফানি লে নামের ওই নারী তার পরিবারের মুদির খরচ কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের সন্তানকে পোকা খাওয়ানোর সিদ্ধান্তের কথা জেনে অনেকে অবাক হয়েছেন।

টিফানি বলেন, খাবারের লেখক হিসেবে আমি এমন একজন ব্যক্তি যে যেকোনো কিছু খাওয়ার চেষ্টা করবে। ইনসাইডারকে তিনি বলেছেন, আমি মাকড়শা থেকে শুরু করে বিচ্ছুর পা পর্যন্ত খেয়েছি। থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ ভ্রমণের সময় আমি ঝিঁঝিঁ পোকা এবং পিঁপড়াও খেয়েছি।

১৮ মাসের সন্তানকে ঝিঁঝিঁ পোকা খাওয়ানোর বিষয়ে টিফানি জানান, তিনি সচেতনভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ