শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক যুগ্ম সচিবকে বরখাস্ত করল সরকার

এক যুগ্ম সচিবকে বরখাস্ত করল সরকার

স্বদেশ ডেস্ক:

ইফতেখার আহমেদ নামের এক যুগ্ম সচিবকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তিনি খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) ছিলেন। পরে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ইফতেখার আহমেদের বিরুদ্ধে ২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছিল। এরপর গত বছর সেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। চলতি বছরের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এ অবস্থায় সরকারি চাকরি আইন অনুযায়ী যুগ্ম সচিব (ওএসডি) ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জানা যায়, খাদ্য পরিদর্শক পদে নিয়োগ জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের ৭ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় ৫৩ জনের নামে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ মনিরুল হক। খাদ্য অধিদপ্তরের ওই নিয়োগ বাছাই কমিটির সভাপতি ও পরিচালক ইলাহী দাদ খান, সদস্যসচিব ও তৎকালীন উপপরিচালক ইফতেখার আহমেদ, খাদ্য বিভাগের সাবেক উপসচিব (প্রশাসন) নাসিমা বেগমকে এ মামলার অন্যতম আসামি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877