শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন

‘ছাত্রদলের কাউন্সিল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা আমাদের দল পুনর্গঠনের জন্য জেলা-উপজেলায় কাউন্সিল করতে চাচ্ছি। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের কাউন্সিল আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। এতে বোঝা যায় যে, এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আমরা আমাদের দল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে চেষ্টা করছি। সেই চেষ্টাকেও আজকে সরকার নানাভাবে বাধাগ্রস্ত করছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে আর জেলে রাখা যাবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘অচিরেই তাকে মুক্তি দিতে হবে। আইনিপথে মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

এসময় দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ