স্বদেশ ডেস্ক:
সমলিঙ্গের বিয়ের বৈধতা সংক্রান্ত মামলা চলছে ভারতের সুপ্রিম কোর্টে। দেশটিরন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে এ মামলাটির শুনানি চলছে। গতকাল মঙ্গলবারও এ মামলায় শুনানি হয়। এ সময় কিছু পর্যবেক্ষণ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মামলাটিতে চতুর্থ দিনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট জানান, বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত আইন তৈরি করা সংসদের কাজ। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কত দূর হস্তক্ষেপ করতে পারে- সে প্রশ্নও তোলা হয়েছে। সেই সঙ্গে এ বেঞ্চ জানিয়েছেন, এ বিষয়ে এখনো প্রচুর ভাবনা-চিন্তা করা প্রয়োজন।
প্রাথমিকভাবে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে সরকারের সে আপত্তি আগেই খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। গতকালের শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ব্যক্তিগত আইনকে স্পর্শ না করে সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়া খুব সহজ কাজ নয়।
উল্লেখ্য, মামলা চলাকালে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন ৪০০ সমকামী, রূপান্তরকামী, বহুগামীর অভিভাবকরা। আবেগপ্রবণ সেই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা নিশ্চিত আমাদের দেশের মতো বড় একটা দেশে, যেখানে এমন বৈচিত্র, সেখানে আমাদের সন্তানদের বিয়েকে বৈধতা দিতে আইনি দরজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স হচ্ছে। কেউ কেউ শিগগিরি ৮০ ছোঁবে। আমাদের আশা, আমরা আমাদের জীবদ্দশাতেই আমাদের সন্তানদের ‘‘রংধনু’’ বিয়ে দেখে যেতে পারব।’