শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী

স্বদেশ ডেস্ক: বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী গত ২৩ এপ্রিল রোববার নিউইয়র্কে ব্রুকলীনের ৩১৮ বেভারলী রোডে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আযম ও ফিরোজ আহাম্মদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন সিআইপি, বিএনপি নেতা আহছান উল্লাহ বাচ্ছু, সালেহ আহম্মেদ মানিক, সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন সেলিম, শামীম আহম্মেদ, সাইয়েদ আজাদ, দুলাল মিয়া, নাজমুল হোসেন, শাহজালাল সাজু, মোজ্জামেল হোসেন (সোহাগ), সালাউদ্দিন (রুবেল), রাহিমুল ইসলাম (প্রিন্স), বাদল মির্জা, শাহাদাত হোসেন (আপন), কবির হোসেন, আনোয়ার হোসেন (টিপু), আশরাফুল হাসান, সম্রাট, কবির রাজ্জাক, বেলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত থাকবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ওয়াশিংটন সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877