সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

‘বিদেশ’ দেখে কাঁদছে দর্শক

‘বিদেশ’ দেখে কাঁদছে দর্শক

স্বদেশ ডেস্ক:

ভাগ্য বদলে আশায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দিয়ে থাকেন। কেউ হয়তো স্বপ্নের দেশে পাড়ি জমাতে পারলেও কারও শেষটা হয় মৃত্যুর মধ্য দিয়ে। এমন ঘটনাকে কেন্দ্র করে ঈদের নাটক নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘বিদেশ’।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তির দু’দিন না যেতেই এটি দেখেছে ৩৭ লাখের বেশি দর্শক। আর সবার কথায়- বিদেশ’ দেখার পর তারা চোখের পানি ধরে রাখতে পারেনি। আবার কেউ কান্না ভেঙে পড়েছেন। এমন অনেকেই আবার নাটকের গল্পের সঙ্গে নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পেয়েছেন বলে জানান।

জোবায়ের নামে একজন দর্শক দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, তার বাবাও ১০ বছর আগে অবৈধ পথে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন। আজও তার কোনো খোঁজ মেলেনি। তার বাবা বেঁচে আছেন না মারা গেছেন, সে খবরও জানে না তার পরিবার। অমির ‘বিদেশ’ যেন তাকে সেই স্মৃতিই মনে করিয়ে দিল বলে জানান তিনি।

এদিকে, ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখে প্রায় ১৮ হাজার ৮০০ জন মন্তব্য করেছে। তাদের কথায়, নাটকটি দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেনি।

কাতার প্রবাসী রাসেল হাজী লিখেছেন, ‘যাদের নাটক দেখতে দেখতে পেট ব্যথা করত, আজ তাদের নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদেরকে নাটকটি উপহার দিয়েছেন।’

মো. আমিনুল ইসলাম নামের একজন প্রবাসী লিখেছেন, ‘বিদেশ বসে “বিদেশ” নাটকটি দেখার পর থেকে এখনো কান্না করছি। কাজেও মন লাগছে না। দালাল মানুষের জীবনকে মুহূর্তেই শেষ করে দিতে পারে! হায়রে জীবন। অসংখ্য ধন্যবাদ অমি ও অভিনয় শিল্পীদের।’

আহমেদ রিফাত লিখেছেন, ‘নাটকের শেষটা এমন হবে কখনো ভাবতেই পারিনি! যাই হোক, বাস্তবতার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই নাটকটিতে। আর অনেক শিক্ষণীয় দিকও রয়েছে নাটককের মধ্যে।’

‘বিদেশ’ এমন জয় ধ্বনি শুনে চুপ থাকতে পারেনি শিল্পীরাও। নাটকটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মনিরা মিঠুসহ অনেকেই। কথা বলেছেন নির্মাতা নিজেও। কাজটি প্রসঙ্গে অমি বলেন, ‘আমি নিজেই আসলে খুব সাধারণ মানুষ তাই আমার কাজগুলোও একটু সহজ-সরল গল্পের হয়। কোনো কাজ মানুষের ভালো লাগলে, মানুষ সেটা নিয়ে কথা বলবেই, থামানো যাবে না। অসংখ্য মানুষ বিদেশ নিয়ে কথা বলছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ‘বিদেশ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877