স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভোর রাত ৩টায় পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৮৪ কিলোমিটার গভীরে। এর ফলে দুই ঘণ্টাব্যাপী দেশটিতে সুনামি সতর্কতা জারি ছিল।
এই ঘটনার পর স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
পরে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক নয় মাত্রার বলে জানায়।
সূত্র : রয়টার্স