পদ্মা সেতুর টোল নিয়ে আগাম মন্তব্য করাকে অযৌক্তিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতুভবনে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর টোল নিয়ে কোনো প্রাথমিক আলোচনাও হয়নি যে কত টোল নির্ধারণ করা হবে। কাজেই এটা নিয়ে আগাম মন্তব্যের কোনো বাস্তবতা নেই, যৌক্তিকতা নেই।’
এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতির কথা তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব কটি পাইল ড্রাইভিং-এর কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৩ দশমিক ৩৭ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ দশমিক ৫০ এবং আর্থিক অগ্রগতি ৪৮ দশমিক ৪০ শতাংশ। সংযোগ সড়কের অগ্রগতি ১০০ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ দশমিক ৫০ শতাংশ।’
এখন পদ্মা সেতুর ২ দশমিক ১ কিলোমিটার দৃশ্যমান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতুর মোট পিলার ৪২টি, এর মধ্যে ৩১টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বাকি ১১টির কাজ চলমান আছে। আশা করা যায়, ডিসেম্বর ২০১৯ এর মধ্যে মোট ৪২টি পিলারের কাজ শেষ হবে।’
ছাত্রলীগের কমিটির বিষয়ে জানতে চাইলে বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশ সতর্কভাবে এগোচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।