স্বদেশ ডেস্ক:
চলতি বছর চীনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রায় ৫০ ভাগ বাড়াবে রাশিয়া। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকের উদ্ধৃতি দিয়ে আনাদুলু এ খবর প্রকাশ করেছে।
নোভাক রোববার নিউজ চ্যানেল রশিয়া-১-এ প্রচারিত এক সাক্ষাতকারে বলেন, গত বছর চীনে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা সরবরাহ বেড়েছে।
তিনি বলেন, ‘গত বছরের গ্যাস সরবরাহ ছিল ১৫ বিলিয়ন কিউবিক মিটার। ২০২৩ সালে তা হবে ২২ বিলিয়ন কিউবিক মিটার, যা প্রায় ৫০ ভাগ বৃদ্ধি।’ তিনি আরো বলেন, আগামী দু’বছরের মধ্যে পরিমাণ প্রায় সক্ষমতার কাছাকাছি চলে যাবে।
রুশ এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম এশিয়ার বাজারগুলোতে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে। তাদের বিশেষ টার্গেট হলো চীন। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তারা এশিয়ার বাজারের দিকে নজর দিয়েছে।
গত বছর গ্যাজপ্রম পাওয়ার অব সাইবেরিয়া ১ পাইপলাইনের মাধ্যমে চীনে ১০.৪ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস রফতানি করেছে। এর বার্ষিক সক্ষমতা হলো ৩৮ বিলিয়ন কিউবিক মিটার।
সূত্র : মিডল ইস্ট মনিটর