স্বদেশ ডেস্ক:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একাধিক মামলার আসামি রিপন কাজীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপন উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে। পুলিশের দাবি, রিপন কাজী অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১৪টি মামলার আসামি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে রিপনের নিহতের বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ মাস আগে ২০০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হতে পারে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।