স্বদেশ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে ইফরান আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইফরান আলী রসুলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ঈদের নামাজের পর একদল যুবক ইফরান আলীর বাড়ির সামনে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজায়। উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন ইফরান আলী। এ নিয়ে তর্ক শুরু হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইফরান আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে যাওয়ার পথে তিনি মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি লাঠি, একটি দা ও একটি সাবল উদ্ধার করেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।