রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

‘সন্তান সম্ভবা মা ৩০টি নয় ৬০টি রোজা রাখেন’

‘সন্তান সম্ভবা মা ৩০টি নয় ৬০টি রোজা রাখেন’

স্বদেশ ডেস্ক:

ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে শোবিজ অঙ্গন ছেড়েছেন বলিউড অভেনেত্রী সানা খান। সদ্য শেষ হওয়া রমজানে নিজের রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন সন্তান সম্ভবা সাবেক এই অভিনেত্রী। তিনি বলেছেন, এক নারী যখন সন্তান সম্ভবা হন, তখন বলা হয়- তিনি দুজনের রোজা রাখছেন। মানে তিনি ৩০টি নয়; বরং ৬০টি রোজা রাখেন।’

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সানা খান একথা বলেন।

মুফতি আনাসকে বিয়ে করা এই অভিনেত্রী আরো বলেন, রমজান শুধু ভালো পোশাক পরিধান করা, সারাদিন অভুক্ত থাকা, ইফতারিতে সুস্বাদু খাবার খাওয়া কিংবা রাতে জাগ্রত হওয়ার নাম নয়; বরং এটি ইবাদতের মাস।

সানা খান বলেন, এর আগে আমি আমার চাচাত বোনদের এই অবস্থায় রোজা রাখতে দেখতাম, তখন ভাবতাম- আমি এমন পরিস্থিতিতে রোজা রাখতে পারব না। কিন্তু খুব সহজেই আমি সবগুলো রোজা রাখতে পেরেছি।

গর্ভবতী হয়েও সাবেক অভিনেত্রীর রোজা রাখায় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনও অভিভূত হয়েছেন বলে জানালেন সানা খান।

সাক্ষাৎকারের একপর্যায়ে সানা খান জানান, প্রতি রমজান সৌদি আরবে কাটান তিনি। তবে এ বছর তা পারেননি। মুম্বাইয়ে স্বজনদের সাথে রমজান অতিবাহিত করেছেন।

তার চিকিৎসক জানিয়েছেন, আগামী জুনে আনাস-সানা দম্পতি বাবা-মা হবেন।

সূত্র : ডেইলি জংগ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877